"কবিতাসমগ্র, গল্পসমগ্র, চিঠিসামগ্রী ইত্যাদি সহকারে খুব সুন্দর করে www.mukulika.net Website টি প্রকাশ করা হয়েছে। বিশেষত সারা বিশ্বের মানুষ যখন Covid-19 কারণে বিধস্ত, সরকারের lockdown এর বেড়াজালে পরে যখন মানুষ গৃহবন্দি ঠিক সেই মুহূর্তে বিশেষত বাংলা ভাষাপ্রেমি বাঙালিদের মন ভালো করার এক সুন্দর collections। বিশেষত এই Digitization এর যুগে সমাজের কাছে এ এক অমূল্য দান। বিশেষ করে যুব সমাজের কাছে বাংলাভাষা আবার নতুন করে প্রতিফলিত হবে। শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। Website টির Developer কেও ধন্যবাদ জানাই এই সুন্দর collections গুলো সমষ্টিগত ভাবে বিশ্বের মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ায় জন্য। সেইসঙ্গে আগামী দিনে একটি এই সমগ্রগুলোকে দিয়ে একটি Mobile Application (App) প্রকাশ করার আহ্বান জানাই। অনেক অনেক শুভেচ্ছা রইলো। Manoj Kumar Dey 62 Anushree Pally, Nowdapara, Kolkata-57"