চন্দনা সেনগুপ্ত
অনেক প্রশ্ন জমে আছে বুকে - প্রকাশ করিতে পারি না যে মুখে, চেয়ে থাকি শুধু আনন্দে সুখে - ভরে থাকে, অন্তর - মায়ের পথটি অনুসরণ তাঁরই ভাবে অনুরণন, ধন্য - পুন্য হোক এ জীবন, কাটাই যে কাল নিরন্তর। সেই নামেরই স্রোতে ভাসি - 'ঠাকুর' তোমার কাছে আসি - কাম, ক্রোধ-ক্ষোভ-ভয় কে নাশি - দাও গো শুধু 'কৃপা-বর'। সাধু সঙ্গ, স্বাধ্যায় আর - মঠ মিশনের পুন্য ধাম, - "ইষ্টদেবের" দৃষ্টি-স্নাতঃ - হয়ে যে গাই তাঁহারই নাম, গীতা-গীতা-ত্যাগী বলে সত্যকে দিই যেন দাম, শেষ অধ্যায়ে ছাড়তে পারি, ক্রোধ ভয় আর লোভ - মোহ - কাম।