চন্দনা সেনগুপ্ত

পিতৃতুল্য শ্রদ্ধেয় - সন্তান সম প্রিয় 
শিক্ষাগুরু সম্মানী, - "স্বামী সর্বপ্রিয়।"
তোমার মত "সাধু সঙ্গে", কাটলো যে এই ক'দিন,
হৃদয় তন্ত্রে - শব্দে ছন্দে, বাজলো মধুর বীন।
রত্নগর্ভা - মা যে তোমার প্রণাম তাঁরে করি।
ভূনেশ্বরী দেবীর মত তাঁহারে আমরা স্মরি।
জগৎখ্যাত বিবেকানন্দ, জড় চেতনের ঘুচান দ্বন্দ্ব,
সর্বজীবে দেখতে পেলেন 'শিবাহম - চিদানন্দ'।
তুমিও শোনালে একই বাণী -
বেদান্ত হতে নির্য্যাস আনি,
আত্মন আর ব্রাহ্মণ এক, গূঢ় তত্ত্বকে 
সরল মানি।
মায়া-কায়া-ছায়া ভুলে ব্রাহ্ম উপাস্য হয় জ্ঞেয়।
জীবাত্মা যে সাক্ষী শুধু চৈতন্য রূপই শ্রেয় প্রেয়।
নিষ্ঠাভরে - জপ - তপ আর গভীর ভাবে সাধনা।
সংগ্রাম আর বিপদ - শোকে, পাই যে পরম সান্ত্বনা।