চন্দনা সেনগুপ্ত
World Cup soccer soccer? শুনি চারিদিকে শুধু চিৎকার দিকে দিকে ওঠে তার শোরগোল, সারা পৃথিবীতে তুলেছে যে আজ উত্তাল কল্লোল। দেশে দেশে লোক হল চঞ্চল, ফুটবল ফুটবল। কেউ হারে আর কেউ জেতে যবে, কাঁদে হাসে আর মেতে ওঠে সবে, হাজির হয়েছে তাই ময়দানে নাম করা যত দল। ফুটবল ফুটবল। যুদ্ধ লড়াই, ধ্বংসের লীলা, মহামারী আনে মৃত্যুর খেলা ভুলেছে মানুষ এই ক'টা দিন, কলরব অবিরল। স্টেডিয়াম সাজে আলোর মালায় হয় উজ্জ্বল - ঝলমল। বিশ্বের সেরা কে হবে এবার? উত্তেজনায় কাঁপে সংসার, কার গোলে যাবে শেষ ঐ বল পাবে স্বর্ণের বল। ফুটবল!