চন্দনা সেনগুপ্ত

আমি - আমি - আমি -
ভাবতে ভাবতে আমরা মানুষ -
কোথায় যে যাই নামি,!
কে জানে তা কোন পাতালে,
কোন সে নরকগামী।
অহং - অহং - অহং কারের
মুগ্ধ স্বার্থ - কামী
লোভের বশে কোথায় শেষে
কখন যাবো থামি।
তখন কিন্তু রয় না উপায়,
বিধি যে হন বামী,
আমার থেকে 'আ' কেটে দিই
জীবন করতে দামী।
শ্রী শ্রী মা যে আপন মা রে -
ঠাকুর প্রভু স্বামী -
তাঁদের দৃষ্টি অন্তর কে,
করুক সদা - নামী।