চন্দনা সেনগুপ্ত
ভগবানের প্রতি যদি, না হয় অনুরাগ - চিত্তে যদি ময়লা লাগে, কাম, ক্রোধ, লোভ - দাগ। মানুষ জন্ম বৃথা তবে - ঘুম ভেঙে তুই জাগ। ঠাকুর ও মা পথ দেখালেন, সহজ সরল মার্গ। জীবন হতে সহ্য শক্তি যায় যদি তোর কমে ভক্তি ছেড়ে বিরক্তিতে - হতাশা ক্ষোভ জমে, এই পৃথিবীর মাঝে তবে ঘুরিস মিথ্যে ভ্রমে। এগিয়ে যা মন, ভয় সরিয়ে গুরুর চরণ চুমে।