চন্দনা সেনগুপ্ত

কোথায় পাবো সেই ছায়াহীন 
আলোকবর্তিকা অন্ধকারে -
ভাবছি, আর ভাসছি মোরা -
মূল্যবোধ অবক্ষয়ের সাগরে।
নিশ্চুপ আর নিস্তব্ধ থাকার মানে 
কিন্তু শান্তিপূর্ণ সহবস্থান নয়।
'চরম সত্য' কি সর্বদায় বরফের মতন
কঠিন শীতল ও স্নিগ্ধ হয় ?
আমরা এখন এমন এক দেশে বাস
করি যা অখণ্ড হলেও
অসম্পূর্ন।
ভঙ্গুর না হলেও আসলে এই দেশ 
বিচ্ছিন্নতা ভেদাভেদের 
শিকার। তাই অসমাপ্ত।
আমি এক কালো শীর্ণকায় তরুণী,
উন্নত আমেরিকার নতুন প্রজন্ম।
আমাদের পূর্বপুরুষ ছিল,
দাস, (ক্রীত - দাস) প্রথায় -
বিভ্রান্ত ও উৎপীড়িত - অত্যাচারিত।
কিন্তু এখনও এতদিন এ 
দেশের সেবা করেও আমাদের প্রাণে 
জাগে বড় সংশয়।
বর্ণ - বৈষম্যের গ্লানি, আমাদের এখনও 
বিচলিত করে, মনে জাগায় ভয়।
এই বছরের ৬ই জানুয়ারীর 
ইচ্ছাকৃত হানাহানি, নির্লজ্ব -
নির্যাতন আমাদের মনে তুলেছে 
আলোড়ন।
কে করবে এই অযাচিত অবাঞ্ছিত 
বৈষম্যের লয়।
নতুন নেতার আগমনের অপেক্ষায়
দিন গুনছি আমরা।
চুপ থাকার মানে মেনে নেওয়া নয়।
একদিন আনবই মোরা জয়।
হয়েছে 'প্রত্যয়'।