চন্দনা সেনগুপ্ত

জন্মদিনে আজ ভাবি বসে,
থাকি যেন সদা হেসে রসে বশে,
প্রতি লোমকূপ কাঁপে যেন মোর
'শ্রী রামকৃষ্ণ' আবেশে।

মৃত্যুর ভয় নাই আজ তাই,
থাকি আনন্দে নাচি গান গাই,
ভুলিয়া 'করোনা' - ত্রাসে।
'শ্রী শ্রী মায়ের' শীতল বক্ষে, -
ঠাঁই দিও ক্ষমাপূর্ণ চক্ষে
পাশে এসো দিন শেষে।

স্বামী-সন্তান মোরে ভালোবাসে,
তাদের নয়নে ঈশ্বর ভাসে, -
রূপ দেখি তাঁর তাই বারবার,
মুক্ত শূন্য আকাশে।