চন্দনা সেনগুপ্ত যেদিন জীবন হবে অবসান, ছেড়ে যাবে মোরে আত্মা বা প্রাণ, সেদিন অশ্রু ফেলো না তোমরা - এই দেহখানি করে দিও দান। বৃদ্ধ বয়সে মোর এ দেহ লাগে নাহি যদি কাজে, শুয়ে থাকি শুধু অবশ হয়ে গো, নরম বিছানা মাঝে, লক্ষ টাকার ওষুধ নার্স কে রেখে,জ্বালতন করে বন্ধু স্বজন কে খরচ করো না বাজে, উথনেসিয়া করে দিও মোরে, ছাড়ি দুখ ভয় লাজে, পাঠিয়ে দিও গোচিকিৎসক কে,গবেষক সমাজে l 'ঋষি দধিচি' - ত্যাগে যার রুচি, পবিত্র তার দেহ ছিল, শুচি, দেবতার তরে অস্ত্র বানাতে করেছেন তাহা দান, ''স্বেচ্ছামৃত্যু '' অমর করিল, পরহিতে দিয়ে প্রান,- দৃষ্টান্তটি দেখালো যে পথ তার লাগি এল স্বর্গের রথ, মরন পারেও দেহ পেযে গেল,, অমুল্য় সম্মান l আত্মা যখন ছাড়ি যাবে এই দেহ, শূন্য হইবে, জীর্ণ খাঁচার গেহ - তখন তাহারে করে দিও নিবেদন, যদি কাজে লাগে, তখনও বিকল যন্ত্র, পায় পুনরায়, সচল করার মন্ত্র, বাঁচাতে পারবে, আর একটি সে জীবন l