চন্দনা সেনগুপ্ত "লোভ" নামে একটা দানব আছে। যে হাঙ্গরের মতন বিরাট হাঁ করে থাকে। মানুষকে টেনে নিয়ে যেতে চায় সেই গভীর গহ্বরে। সেঁধিয়ে যেতে যেতে তাকে অন্ধকার হতে আরও অন্ধকারে ভীষণ জোরে - হটাৎ দড়াম করে নীচে দেয় ফেলে। কোথায় যে সে ফাঁদ পেতে রাখে কে জানে। তাই প্রলোভনের বশে মানুষ শেষ - একেবারে তলিয়ে যায় কোন অতলে। 'লোভ' আবার একা কখনও আসে না। সঙ্গে বেঁধে আনে তার বন্ধুদের কে। কাম, ক্রোধ, মোহ, মাৎসর্য্য সবাই বুঝি - ওৎ পেতে থাকে। টাকা টাকা টাকা আর যশের পুঁজি থাকে ঢাকা। সম্পত্তি - প্রতিপত্তি নারীর প্রতি লোলুপ দৃষ্টি, তার মনে তখন করে নতুন লালসার সৃষ্টি, তখন সে সমস্ত বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে। কিসের অমোঘ আকর্ষণে, দিনরাত সে অর্থ গোনে, ডুবতে থাকে নরক পাঁকে। কারো প্রতি হয় না যে আর তখন করুণা বৃষ্টি, বিনষ্ট হয় সকল শান্তি ভালোবাসা ও আশা।