চন্দনা সেনগুপ্ত

ঠাকুমা দিদিমাদের এখন গল্প বলার যুগটা
শেষ।
তাই তাঁরাও আছেন এখন খোস মেজাজে
বেশ।
টিভি সিরিয়ালে চোখ রেখে
সোফায় গা এলিয়ে থেকে
সময় কাটান। মনে লেগে থাকে
নানা রকম ঘটনার
রেশ।
কারণ?
নাতি - নাতনিরা হোমওয়ার্কের দুরুন্ত নদী
পার হয়ে একটু ছুটি পায় যদি -
তখন সুযোগ পেলে
প্রাণ মন সব ঢালে, -
রসালো কার্টুনে।
হাজার হাজার উদ্ভাবনে, -
রোমাঞ্চ, রহস্য, রোবট, ডাইনোসর এলিয়েনে,
নিজেদের একাত্ম করে, -
কিসের অমোঘ আকর্ষণে,
কল্পনার স্রোতে তারা বহে চলে !
রাক্ষস খোক্ষস দত্যি দানা।
পক্ষিরাজের উড়ন্ত ডানা, -
কিম্বা - রাজপুত্র, পরমা সুন্দরী রাজকন্যা -
সবাই এখন বিলুপ্ত।
শিশুরা যখন থাকে ঘুমের দেশে সুপ্ত
স্বপ্ন ভেলায় তলিয়ে যায় -
কোন অতলে, -
তখন ঠাকুমারা তাদের কাছে এসে
অপেক্ষা করেন ঝুলি খুলে,
কিন্তু তারা জাগে না কোনও
রুপোর কাঠি সোনার কাঠি ছুঁলে।