চন্দনা সেনগুপ্ত

জয় মা, জয় মা, জয় জয় মা, -
জানিতে পারিনি, মা গো -
তোমার মহিমা।
এই অতি মূঢ়মতি, নির্বোধ নারী প্রতি,
কেন ঝরে অকারতে -
তব কৃপা ক্ষমা।

বহিয়া চলিছে মোর জীবন প্রবাহ -
গতিময় রাখিতেছো তুমি অহরহ,
বুকে থাকো, তাই মোর ধন্য এ দেহ,
করুণা সলিলে তব ভেসে যায় গেহ।

হৃদয়ের শতদল চুমে তব পদতল,
কৃপা করি বাড়াইলে তাই মোর মনোবল,
স্নিগ্ধতা শান্তির নাহি পরিসীমা।

মোহনার কাছে এসে
প্রেমের সাগরে মেশে,
জীবন বুঝিতে চায়, তোমার গরিমা।

যুগল তীর্থে যাই, জয়রামবাটী ধাই,
কামারপুকুর পাই ভক্তি সাগর ,
সেখানে ডুবিয়া মোর, জীবনে আসিল ভোর,
তব দয়া নির্ঝর নাহি তার সীমা।

জয় মা, জয় মা, জয় জয় মা . . . মা।

Leave a comment