চন্দনা সেনগুপ্ত
'ঠাকুর' তোমার লীলা প্রসঙ্গে - কথামৃতের কথায় রঙ্গে মন মেতে থাকে মায়েরই সঙ্গে - হৃদয় আমার তৃপ্ত। নিন্দা করে গো, লোকে নানা ছলে, অশ্রদ্ধা যে নানা কৌশলে, তোমারে অবতার নাহি বলে, - চিত্ত হয় যে ক্ষিপ্ত। শ্রী শ্রী সারদা বাণী কানে আসে, বিবেকের জ্ঞান অন্তরে ভাসে, বুক কাঁপে মোর দুখে, লাজে, ত্রাসে, তর্কে হই না লিপ্ত। শান্তি সুখেতে পরশন পাই, সময় নষ্ট করে লাভ নাই, জীবে প্রেম মাঝে তোমারেই পাই, অন্তর রেখো দীপ্ত। "ত্রিদেব" স্মরণে আজ মনে মনে আঁখি হল মোর সিক্ত, হৃদয় করিলে তৃপ্ত ঠাকুর বন্ধন করো মুক্ত।