চন্দনা সেনগুপ্ত

গামছা নিঙড়ানোর মতন করে
আমার শৈশব, যৌবন ও 
বার্ধক্যকে দুমড়ে, মুচড়ে দেখতে
পেলাম নতুন রঙের জল।
জমাট বাদল কেটে জীবন হল সরল,
মিষ্টি তেঁতো ভালোবাসার স্বাদ হল 
তরল।  পুরাতন -
অভিজ্ঞতায় সিক্ত সময় মনে এনে
দিল বল।
ভবিষ্যতের টান নেই, তাই
অন্তিম অধ্যায়ে সূর্যাস্তে সেই
ফিরে যাওয়ার পথটি অনুজ্জ্বল,
সন্ধ্যা তারার মতন আকাশে 
ফিকে হয়ে আসা রঙ
জীবনকে স্নিগ্ধ করে। এ এক 
নতুন ঢং।
সায়াহ্নের আলো বড় পবিত্র নির্মল।
কাজ শেষ; ফিরে যেতে মন হল চঞ্চল।

Leave a comment