চন্দনা সেনগুপ্ত
জীবন যখন থেমে থাকে কোনো বদ্ধ জলার ফাঁকে ঈশ্বর নামে স্রোত বহে এনো, বন্ধ রেখো না তাকে। চরৈবেতিরে - চলো চলো আগে মুক্তি পথের পানে, নিজেরে বেঁধোনা, কোনো বন্ধনে, বহে চলো তাঁর টানে। দয়া, ক্ষমা, সেবা প্রেমভাব আর ভক্তি ও বিশ্বাস, অন্তরে তিনি আছেন জানিয়া করো তাঁর কৃপা আশ। ভক্তি এবং অনুরক্তি যেন হৃদয়ে বাজায় সুর, সৎকর্মের মাঝে যেন থাকি, শুনি যেন সে নুপুর। কত ভুল আর ভ্রান্তির মাঝে ঘুরে মরি সদা পাঁকে, তবু যেন তিনি সারা দেন শুধু, ভক্ত প্রাণের ডাকে। স্বামী সন্তান বন্ধু স্বজন, সকলেই যাবে ছেড়ে, তাহাদের মোহে জড়ায়ে পড়িলে, ধর্ম যে নেবে কেড়ে। মন্ত্র, তন্ত্র, ভজন, অর্চন, কিছুই চান না তিনি, শুধু মন বীনা তাঁর গান করে, তাহাদেরি লও চিনি। পরমপিতা হে তোমার আশিসে ধন্য জন্ম মোর, স্নিগ্ধ পরশে শান্তি জাগাও আসুক নতুন ভোর।