চন্দনা সেনগুপ্ত

বাবুই পাখীর বাসা, দেখতে বড় খাসা,
খেজুর পাতার সুতো দিয়ে
বুনোনি তার ঠাসা।
মুখটি যেন উল্টো কলসী
কুঁজোর মতন গলা
দরজাটি তার নয়তো বন্ধ
সদাই থাকে খোলা।
রাতের বেলায় জোনাক জ্বলে
ঠিক সে টুনি আলো।
গোবর মাটি লেপা দেওয়াল
পোকা কালো কালো।
ছানা পোনা সারাটি দিন
কিচির কিচির করে।
বাবুই পাখী তাদের তরে
পোকা মাকড় ধরে।

Leave a comment