সমীরদাকে চিঠি

 

১লা মার্চ, ২০২১

সিঙ্গাপুর

প্রিয় বনু ও শ্রীচরণেষু সমীর দা, –

তোমরা দুজনে ঠিক ঊনপঞ্চাশ বছর আগে, বিয়ের ঠিক পরে পরে আমার সঙ্গে দেখা করতে এসেছিলে শান্তিনিকেতনের বিড়লা হোস্টেলে। বনুর পরনে ছিল হলুদ সিল্কের শাড়ি, লাল পাড়ে দেহের ভাঁজে ভাঁজে তুলেছিলো হিল্লোহ, মুখে ঝরঝরে হাসি, কপালে জ্বলজ্বলে সিঁদুর। সমীরদার পরনে নীল শার্ট ও (অফ হোয়াট) ঘিয়ে ঘিয়ে মাখন রঙের প্যান্ট। ফর্সা সুন্দর মুখে অপূর্ব সুন্দর প্রেমময় দীপ্তি। আমার বন্ধুরা যখন জানলা দিয়ে দেখেছে, তখন তাদের সে কী আনন্দ – যেন উত্তম সুচিত্রা এসেছে তাদের হোস্টেলের গেটে। একজন মন্তব্য করলো – “দেখ দেখ দাদা বৌদিকে কী সুন্দর মানিয়েছে”। ‘আমি মুখ বাড়িয়ে দেখি আমার গেস্ট – এ্যাই তোরা একদম কিছু বলবি না’ – বলেই আমি ছুট লাগলাম নিচের visitor রুমের দিকে। তাও কি ওরা থামে – ‘আ-হা-হা এমন সুদর্শন মোহনকান্তি কার্ত্তিক ঠাকুরের মতন বর আমাদের কবে জুটবে রে?’

সেই দিনের ছবিটা আজ চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল আমার। তোমাদের অনেক অনেক শুভকামনা ও শ্রদ্ধা এবং আন্তরিক প্রীতি ভালোবাসা জানাই।

মুকুলিকা –