চন্দনা সেনগুপ্ত

'মৃত্যু' এখন জল ভাত আর, একটা বাড়তি সংখ্যা।
'মৃত্যু' এখন মরণ দোলায় বাজায় বসে ডঙ্কা।
ভয় দেখাতো কতই না সে, ভয়াল ছিল রূপ।
এখন সে যে ল্যাজ গোটানো, ভিজে বেড়াল চুপ।

'মৃত্যু', ওগো সুন্দর সেই অন্তিম দিন সাথী,
তোমার তরে জ্বলতো ঘরে ফানুস স্বর্গ বাতি।
শ্মশান ছিল তোমার ভূমি, শ্রেষ্ঠ দেবালয়,
এখন সেথায় শেয়াল কুকুর, লুকোতে ভয় পায়।
 
মৃত্যু এখন 'কোভিড' সঙ্গে বেঁধেছে গাঁঠছড়া, -
সুখের স্মৃতি মাটির তলায়, বন্ধ মোহর ঘড়া।
অনেক বছর পরের যুগে যখন পাবে খুঁড়ে -
মানুষগুলোর নাম পদবী কোভিড সঙ্গে জুড়ে।
 
মহামারী, অতিমারী যে নামই তার দাও না,
'মৃত্যু' তোমার গরিমাকে করেছে সে আয়না।
তোমায় নিয়ে তাণ্ডব এক নির্মম এই খেলা,
জীবন নিয়ে ছিনিমিনি, সয় না অবহেলা।

মরণ ছিল শ্যামের সমান প্রভুর সঙ্গে লীলা,
আজকে সবাই দেখছি হেথায় 'প্রহসনের' পালা।
'মৃত্যু' তুমি পরম প্রিয়, আবার এস ফিরে।
সসম্মানে শোকসভা যে করব ঘরে ঘরে।

জীবাত্মারই মিলন লাগি পরমাত্মার ডাক,
মৃত্যু তোমার মধ্যে দিয়ে মানব শুনতে পাক।
তুমিই যে গো চরম 'সত্য' এই কথা হোক সোজা,
"মৃত্যু" তোমায় শ্রদ্ধাভরে করব আবার পূজা।