চন্দনা সেনগুপ্ত
আমাদের সবার পা সরে গেল, মাটির তলা থেকে। 'নরসিংহের' কোলে বসে, তোমায় যাচ্ছি ডেকে। জলে, স্থলে, পাতালে নয়, ধ্বংস তোমার হাতে, নিপাৎ করতে হুকুম সে দেয়, সকাল, সন্ধ্যা, রাতে। কার যে কখন আসবে শমন, কেউ জানি না তাহা, প্রথম প্রথম হাহাকার তার শুনতে পেতাম, - আহা! ধীরে ধীরে নিত্য খবর কে কার তরে কাঁদে? পরিবারে কে কাহারে রাখতে পারবে বেঁধে? ওর বাড়িতে বাবা গেলেন, পাশের বাড়ির দিদি, ছোট্ট খোকন সোনা গেল অবাক নয়ন মুদি কোলের শিশু স্তন্য পানে ছিল যে নিশ্চিন্ত মায়ের তখন শ্বাসরুদ্ধ, ছিড়লো ফুলের বৃন্ত। শেষ হল সব জ্ঞানের কথা, তর্ক বিচার পুঁজি, - 'কোভিড' এসে বললো, শান্তি কোথায় পাবি খুঁজি?