চন্দনা সেনগুপ্ত
ফসকে গেল সুযোগগুলো, খসকে গেল সুসময়, - টসকে গেল মিথ্যা গর্ব উসকে গেল মৃত্যু ভয়। চটকে দিল শান্তির ঘুম মটকে দিল শক্ত ঘাড় লঠকে দিল ফাঁসির কাঠে ঝটকে দিল সবার বাড়। অঙ্কে রইলো বিয়োগ শুধু পঙ্কে রইলো প্রিয়র লাশ, ব্যাঙ্কে রইলো শূন্য মধু ট্রাঙ্কে রইলো হাহুতাশ। মনটা হল পাগলা হাতি, প্রাণ হল নিরুদ্দেশ, জ্ঞানটা হল লুপ্ত কোথায় মানটা হল কখন শেষ।