চন্দনা সেনগুপ্ত

মহামারী বলিহারী - ঢেউ এর পাহাড় এসে,
ভাসিয়ে দিল জীবন তরী দস্যু ছদ্মবেশে।
ডুবিয়ে দিল আশার ভেলা, কোথায় পাব ঘাট !
হারিয়ে গেল অরণ্য আজ ঢাকলো ধুলোয় মাঠ।
বাহির হয় না কেউ পথে আর, দোকান বাজার বন্ধ,
ভাইরাস টা ঢুকলো বুঝি সর্বদা এই সন্দ।
আতঙ্কেতে ত্রস্ত সবাই, হারালো আনন্দ,
হাসপাতালেও বিছানা নেই, ওষুধ নিয়েও দ্বন্দ্ব।।

ভ্যাকসিনটা লাগবে কবে, প্রশ্ন সবার মনে,
কোভিড উনিশ দমন করবে কখন যে কে জানে !
হাজার লক্ষ্য লোকের মাঝেও সবাই এখন একা,
দ্বীপের মধ্যে বন্দি থাকি বুদ্ধিমান ও বোকা।
বন্ধ দরজা সামনে রাখে, দুধ, সবজির ঝাঁকা।
'ডেলিভারী' এনে সে দেয়, হাত বাড়ালেই বন্ধু,
নির্জন এই লকডাউন-এ তুমিই কৃপাসিন্ধু।।

দুধ, ডিম আর পাউরুটি দেয়, ডাল, চাল, তেল, নুন, -
বেল বাজিয়ে পালিয়ে সে যায়, গাইছি যে তার গুণ।
ওষুধ আনে ঠিক সময়ে, চায় না কভু পয়সা,
অনলাইন এ পেমেন্ট করি, পাই না যেতে ভরসা।
'ডেলিভারী' ছেলের মুখটি দেখতে যে মন চায়, -
মুখটি ঢেকে নীরবে সে দ্রব্য রেখে যায়।
প্রলয় দিনে তোমায় চিনে, রেখেছি আজ আমি,
তোমার অবদানের কথা সবচেয়ে হবে দামী।।