চন্দনা সেনগুপ্ত

ঈশ্বর, মোর জাগুক শুধু গভীর -
অনুরুক্তি -
রাত্রি দিনে লইব চিনে -
তোমার স্নেহ আনব ছিনে,
অস্ত্র যে মোর একমাত্র -
অগাধ শ্রদ্ধা ভক্তি,
ঝিনুক হতে বেরিয়ে আসে -
নরম কোমল শুক্তি, -
তেমনি আমি খোলস ছেড়ে -
আসতে যে চাই তোমার দ্বারে, -
'কোভিড' দিনে স্মরণ করি -
কথামৃতের উক্তি, -
শরণাগত থাকতে হবে, তোমায় শুধু ডাকতে হবে, -
বৃথা সময় নষ্ট যে হয়,
করলে তর্ক যুক্তি।
এই জীবনে ঘুচিয়ে দিল,
সকল চাওয়া পাওয়া
মিথ্যে কেন ছুটে চলা, অর্থ পিছে ধাওয়া, -
'ঠাকুর' তোমায় ডাকতে আমার -
নেই শুধু বিরক্তি,
মৃত্যুর ভয় করবো গো জয় -
পাইব পরশ মুক্তি।