চন্দনা সেনগুপ্ত

শরীর ও মন, একে অপরের পরিপূরক,
একে অপরের ওপর নির্ভরশীল,
সারাটি ক্ষণ।
দেহের যন্ত্রনা ঘটায়, মানসিক বিপর্যয়।
ধ্বস নামে।
কী যে হয়ে গেল, কী যে হয় ! এবারে কি হবে?
কোথায় গিয়ে কেমন করে জীবনের
গাড়ী থামে !
কে জানে হঠাৎ কখন আসবে প্রলয়।
করোনা ভাইরাস এসে অদ্ভুৎ আক্রোশে
মানুষের ওপর ঝাঁপায়।
প্রিয়জনের হতাহত হয় বিনা বাধায়,
কুল কিনারা হারিয়ে যায়,
ডাইনে বামে।
যারা রুগী নয় তারাও হতভম্ব।
খুঁজে পায় না বাঁচার উপায়।
দূরত্ত্ব বজায় রাখে, একে ওপরের শুধু,
মোবাইলে ডাকে।
শুধু একাকিত্ব আর নিঃসঙ্গতা কেটে
বিনা দামে।
অন্ধকার গুহায়, ঘরের কোনায় কে তাঁহাদের কাঁদায়।
শীতের দিনেও চিন্তা ভাবনায়
হৃদযন্ত্র বিকল হয়ে যায়।
আতঙ্কে ভয়ে তুষারপাতেও তারা
অকারনে ঘামে।
অবশ হৃদয়ে তারা বসে থাকে ঈশ্বরের আশায়।
প্রভাতের পরেই আবার সন্ধ্যা নামে।