চন্দনা সেনগুপ্ত
যেদিন প্রথম জন্ম নিলাম, এই ধরণীর পরে, - 'দু' চোখ মেলে দেখতে পেলাম - 'মা' রয়েছেন, - কোলে আমায় ধরে। তাঁহার পরম স্নিগ্ধ হস্ত পরশ আমায় করে, - তাঁহার স্তন্য সুধায় মধুর - অমৃত রস ঝরে। মায়ের হাসি মিষ্টি কথায়, হৃদয় গগন ভরে, মায়ের আদর ভালোবাসায় ভয়ের বাদল সরে। 'মা' যে আমার ঈশ্বর আর 'মা' যে শ্রেষ্ঠ গুরু। হাত ধরে তাই চলতে শেখা, - পথ চলা মোর শুরু। 'মা' বিশাল বটবৃক্ষ, আমরা কোমল তরু, 'মা' যে আমার পূজার গৃহ, চন্দন অগুরু। 'মা' তো মাথার ছত্রছায়া, শীতল সে আশ্রয় - মায়ের কাছে সকল শান্তি, পালায় সকল ভয়। মা যে করেন সকল ক্লান্তি - দুঃখ কষ্ট লয়, মায়ের বুকে নিরাপত্তা সবচেয়ে প্রিয় আলয়। প্রত্যেকদিন "মাতৃ দিবস" - বাৎসরিক তা নয়, সারা জীবন মায়ের পুজো বন্দন যেন হয়, মায়ের আশীর্বাদেই সকল - বিঘ্ন বাধার ক্ষয়, - মায়ের চরণ তলে এলেই - সন্তান পায় জয়।