চন্দনা সেনগুপ্ত

সমস্ত জগৎবাসীর কাছে আজ আমার দেশ জননী
হলেন, “অচ্ছু্ৎ কন্যা”
'ভারতবর্ষ' 'কোভিড' আক্রান্ত অস্পৃশ্য - কেউ তাকে
তাই ছুঁতেই চাই না।
মায়ের চোখে ঝরছে অবিরল জল,
বিষন্ন বদনে, সারা বিশ্বের পানে -
দু হাত পেতে তাকিয়ে আছেন - তিনি হয়ে আজ নিতান্ত অসহায় দুর্বল।
অন্ন-বস্ত্র বাসস্থান, অর্থ কিম্বা কোনো সম্মানপত্র
দান কিম্বা ধন সম্পদ নয়, - কোথায় পাবে? কোন খানে
একটু বিশুদ্ধ হাওয়া, অক্সিজেন সিলিন্ডার?
শুধু সন্তানের প্রাণ ফিরে পাওয়ার আশায়, তাঁর বইছে অশ্রু বন্যা।।
 
কত সুন্দরভাবে গত একবছরের বিভীষিকা কাটিয়ে
ঝড় প্রায় থেমে এসেছিল।
সবই নরমাল, শহরে, নগরে, গ্রামে গঞ্জে -
পথে বেরিয়ে পড়েছিল নর-নারী -
এইতো সেদিন।
বন্ধ দোকান খুলে, আবার শুরু হয়ে গিয়েছিল
বেচাকেনা প্রতিদিন।।
 
নিত্য খেটে খাওয়া মজদুরের ঘরে আবার জ্বলে উঠেছিল চুলা
ভাঙাচোরা বাহন নিয়ে রিকশাওয়ালারা পুনরায়
গামছায় ঘাম মুছে, হয়ে উঠেছিল সচল।
ঘরে বসে কাজ করতে করতে বন্ধুহীন ইঞ্জিনিয়ার
হাত পা ঝেড়ে অফিসের জামা কাপড়
পরে ট্রেনে বাসে হয়ে উঠেছিল চঞ্চল।।
 
ডাক্তারবাবুরা এবার 'ক্যান্সার' রোগীদের কেমো
নেবার জন্য হাসপাতালে নির্ভয়ে আসতে
আহ্বান জানিয়েছিলেন, উঠে গেছে লক ডাউনের অবরোধ।
দাঁত, কান, চোখের ডাক্তারবাবু চেম্বার
পরিষ্কার করে নিজের সহযোগী কর্মচারীদের
কাজে আসতে করেছিলেন অনুরোধ।।
 
যে শ্রমিকের দল ১২০০ কিলোমিটার
হেঁটে বিহারে, পশ্চিমবঙ্গে পালিয়ে প্রাণ
বাঁচিয়েছিলেন, তারাও স্বরস্বতী পুজোর পরই
ট্রেনের টিকিট কেটে এখন ফিরতে শুরু
করেছিলেন দিল্লী - বোম্বে আমেদাবাদ
কারখানায়। ছেলে পিলেদের কতদিন আর
না খাইয়ে রাখা যায়।।
 
যাঁরা বিয়ে বাড়ির ভোজ রান্নার ক্যাটারার,
ট্রাকে করে সব্জি, ফল আনে ভরে -
সরব করে মন্ডি বাজার -
তারা সবাই নতুন উদ্যোগে, লোকসানের
দুঃখ ভুলে, আবার শুরু করেছিল ব্যাপার।।
 
ভ্যাকসিনের প্রথম ডোজ লাগিয়েই
আনন্দে আত্মহারা দেশবাসী,
'ফেসবুকে' ছবি ছাপালো রাশি রাশি।
দূরদৃষ্টির অভাব নেতাদের টেনে আনলো
পথে ঘাটে ময়দানে।।
বিনা মাস্ক পরে ৱ্যালি করলো হাসি হাসি।
মানুষের জীবনের চেয়ে এখানে দামী
ক্ষমতা অধিকারের।
ভোট ব্যাঙ্কের অভাবনীয় রেশারেশি।।
 
ধর্মীয় গুরু মহা সিদ্ধ পুরুষেরা দলে দলে
নামলেন গঙ্গা জলে, -
গুহায় বসে ধ্যান জপ করা
ছেড়ে 'করোনা' দানবের পরাক্রম ভুলে।
দেশের তৈরী ওষুধ ইঞ্জেকশান উদার ভাবে করা হল
বিতরণ।
ধন্য ধন্য করল প্রতিবেশী দেশের মানুষজন।।
 
কিন্তু কে জানতো তখন !
ভূমি ফাটিয়ে আকাশ কাঁপিয়ে রঙ্গমঞ্চে
আবার করবে অবতরণ -
সে ধেয়ে এল সাংঘাতিক ঝড়ের মতন।
ছিন্ন ভিন্ন হল আমাদের দেশ মাতৃকার বদন।
লক্ষ লক্ষ মানুষের মৃতদেহে  ভরে গেল
যত ছিল শ্মশান ভূমি।।
 
হাহাকারে আর্তনাদে বিদীর্ণ হল নরম জমি।
দেশের মানুষের অমার্জনীয় ভুল ! না ঐ
প্রকৃতির প্রতিশোধ নিতে উদ্যত বিধাতার
রোষ ডেকে নিয়ে এলো দ্বিতীয় বার
"কোভিড সুনামী"।।

Leave a comment