চন্দনা সেনগুপ্ত

নিত্য শুদ্ধ বন্ধন মুক্ত ইশ্বরেরই অবতার।
লোক-কল্যাণ সাধন লাগিয়া,
আসিলে জগৎ পারাবার।
সর্ব - ধর্ম সত্য জানিলে, যত মত তত পথ সবার,
কর্মযোগী করিতে চাহিলে,
ভক্তগণকে গৃহের মাঝে।
বিষয় বুদ্ধি ত্যাজিয়া ডুবিলে
ভাব তরঙ্গে বারংবার।
তোমার লীলা, নতুন খেলা মহিমা অপার চমৎকার।
ঠাকুর গুরুদেব আমার।
তোমার বাণী আসল মানি, নকল ছাড়িয়া
হবো উদার।
'জন্মতিথিতে' প্রণাম হাজার - নিলাম
আমি যে অঙ্গীকার।
যখন যেথায় যে ভাবেই থাকি,
তুমি যেন সাথে রহো আমার।
জয় জয় গান গাহি যেন সদা
নিত্য শুদ্ধ অবতার।