চন্দনা সেনগুপ্ত
'ঠাকুর',- তোমার অশেষ কৃপা - ও প্রেম আমার মাথার পরে, শ্রী শ্রী মায়ের দয়া স্নেহ - নানান ভাবে পড়ছে ঝরে। সদাই তুমি রক্ষা করো, কতই বিপদ হতে, - দুঃখ সাগর পার করে দাও - হাতটি ধরো পথে। তোমার পরশ পাই যে আমি - হাসপাতালের ঘরে। সেবক সেবিকাদের যত্ন, পাই যে বারে বারে। বিজ্ঞানেরই খেলায় লীলায় দিনে রাতে, দেখতে পেলাম তোমার মুখ যে - দেহের যন্ত্রণাতে। প্রণাম তোমায় শত শত, এলাম আজি দ্বারে। দাঁড়িয়ে আছি চক্ষু মুদে, - আনন্দে মন ভরে। সূর্যোদয়ের পানে তাকাই - যখন আবার প্রাতে, তোমার ছবি দেখি উজ্জ্বল - হৃদয় আঙিনাতে। প্রভু, তোমার অপার দয়া, রাখব কোথায় ধরে ! আমার হিয়া কাঁপে যেন - মুগ্ধতারই ঘোরে। শ্রী শ্রী মায়ের স্নিগ্দ্ধ মূর্ত্তি, যায় না কভু সরে, আঁখির আগে দাঁড়ান তিনি রাত্রি, দিনে, ভোরে।।