চন্দনা সেনগুপ্ত

মরুভূমির মধ্যে হঠাৎ -
চক চক করে ওঠে, দেখা দেয় জল।
পথ হারানো পথিকের হৃদয়ে -
জাগায় অদ্ভুত আকর্ষণ,
প্রাণে আনে তাই বল।
তার টানে ক্রমশঃ এগিয়ে যেতে থাকে,
মোহচ্ছন্ন মন,
জীবন হয় তখন অকারণ উদ্দীপনায়
আবেগে চঞ্চল।
যত কাছে আসে সেই জলাশয়,
দূরে দূরে যায় সরে।
ধীরে ধীরে আশা ক্ষীণ হতে থাকে -
জাগে ভয়, চিত্ত হয় বিহ্বল।
শুকিয়ে যায় গলা, -
পিপাসায় তেষ্টায় ছাতি ফাটে।
অতি কষ্টে কাটায় সে
তার প্রতিটি পল।
না - সব যে মিথ্যে হল
জমাট বাঁধা দৃঢ় আশায়
সত্যের উত্তাপ লাগে, পুনরায়
সব 'ভ্রম' হয়ে যায় তরল
অলীক স্বপ্ন গুলো এবার হালকা মেঘ হয়ে
উড়ে যেতে থাকে।
এতক্ষন ধরে যাকে মনে হয়েছিল -
নদী বা সরোবর - অবিকল,
সে তো ভ্রান্ত - পথ শ্রান্ত মানুষকে
কে যেন বুঝিয়ে দেয়,
অদৃশ্য কোন জাদুকরের ছল
সোনার হরিনের পিছনে
ছুটে চলে মানব - ঠিক এই ভাবে
টাকা টাকা টাকা - মুদ্রা গোনে,
মাটিতে অর্থ পোঁতে - গাছ বোনে
আরো অর্থ পাওয়ার লোভে
চেষ্টা চালায় নিষ্ফল।
অন্তিম সময়ে ভুল ভাঙে তার -
ক্রমশঃ যার দিকে সে এগিয়েছিল
ধনরত্নের নেশায় উচ্ছল -
সে তো ঐ 'মরীচিকা'র মতোই সত্য নয়।
শুধু মিথ্যার ঘোরে -
এতক্ষন অমূল্য জীবন নষ্ট - করলো নির্বোধ
মানুষ জ্ঞানী হয়েও ছিল -
তাই, বদ্ধ পাগল।

Leave a comment