চন্দনা সেনগুপ্ত

এখানে, - দেরাদুনে, -
অপূর্ব এক শান্তি মনে,
দূর্গা পুজোর পুন্যক্ষণে,
এলাম আমরা ক'জনে।
 
প্রৌঢ়ত্বের সীমানায়,
বার্দ্ধক্যের দোর গোড়ায় -
আমরা এলাম যখন হেথায় -
তখন হঠাৎ খুঁজে পেলাম, -
এই জীবনের নতুন মানে।
কে জানে! আজ কোনখানে?
হাসি-কান্না, - চুনী-পান্না,
আনলো, চমক তাই জীবনে,
ভক্ত বন্ধু জুটলো শত,
'কথামৃতের' গল্প যত -
ধন্য করলো আমাদেরকে,
তাই তো কত কৃপা দানে।
 
মুগ্ধ হ'ল, হৃদয় সবার -
স্বামীজীদের আপ্যায়নে।
আশ্রমের এই বাগান ঘেরা,
মন্দিরেরই প্রাঙ্গনে।
 
শ্রী শ্রী মায়ের মূর্ত্তি হেথায়
মোদের সবার কল্যানে, -
আপন মায়ের মতন যেন
তাকিয়ে আছেন ভক্ত পানে।
শান্ত সমাধিস্থ 'ঠাকুর' -
বসে আছেন তাঁর আসনে, -
ধূপ, ধুনো আর পুষ্প গন্ধে -
পুন্য সভা এই লগনে।
মুগ্ধ হলাম, হাজার হাজার -
ভক্ত জনের আগমনে।
প্রতিবছর আসতে যে চাই -
'মা' দুর্গার আবাহনে।

Leave a comment