চন্দনা সেনগুপ্ত

দেরাদুনের এই আশ্রমে, -
শারদীয়ার উৎসব।
প্রভাত হতেই স্নিগ্ধ হাওয়া
কলকাকলির কলরব।
অরুণোদয় সোনার রথে,
আলো ঝলমল পুষ্প সব।
আধ্যাত্মিক আবহাওয়াতে -
মনে শান্তি অনুভব।
এই মাটিতে ত্যাগের মন্ত্র,
হয়েছে তাই উদ্ভব।
অপূর্ব এই পরিবেশে
আমরা ক'জন আজকে এসে -
পেলাম খুশি অভিনব।

Leave a comment