চন্দনা সেনগুপ্ত

 
বিবর্তনের সহস্রযুগ, প্রানধারী জীব করেছে পার।
মানসিকতার গান শোনাবার
প্রয়াসী হলেন কত অবতার।
 
বুদ্ধদেব ও যিশুখ্রিষ্ট
মহম্মদের খুলেছে দ্বার
শান্তি প্রেম ও সহিষ্ণুতার
কথা শোনা গেছে শত শত বার।
 
এই বাংলার ঘরের মানুষ,
প্রতি মূর্ত্তি যে সরলতার -
'রামকৃষ্ণ' 'বিবেক' জাগান
জীব প্রেম ও জন সেবার।
 
তবুও হেথায় বিদ্বেষ আর হানাহানি কুসংস্কার।
অভাব এখনও স্বার্থ শূন্য
মহৎ সেবা ও ভালোবাসার।
 
এই দুর্দিনে মানুষের বনে,
শ্বেত পদ্মের মত বাহার -
অপুরূপ তুমি চুমিলে এ ভূমি,
মাদার আমার প্রিয় মাদার।
 
এতোদিন বাদে কী নতুন স্বাদে
অমৃত পাত্র সভ্যতার
হাতে নিয়ে এলে, সব দুঃখ ভুলে,
মন্থিত হ'ল, সাগর দয়ার।
 
ঈশের আশীষ ধন্যা কন্যা
অতুলনীয়া টেরেসা মার্ -
চরণধূলিতে পুণ্য জমিতে
মাথা নুয়ে আসে শত শত বার।
 
তপ্ত রিক্ত দুঃখে সিক্ত -
স্নিগ্ধতা পেয়ে হয়েছে মুক্ত
ক্লান্ত শ্রান্ত ডানা ভাঙা পাখী
পেল যে পরশ তোমার সুধার।
 
ধনী নির্ধন, ঘৃণ্য জীবন,
দলিত গলিত পঙ্কিল মন,
প্রেমের জাদুর ছোঁওয়ায় তোমার
হাল্কা সবার বোঝার ভার।
 
কারো প্রতি নেই কোনো অবিচার
প্রতিভূ তুমি যে উদারতার,
মধুর করুণা অসীম অপার
প্রণাম জানাই হৃদয় উজাড়।
 
আঁখি হতে যাঁর হাজার হাজার
স্নেহ নির্ঝর ঝরে অনির্বার।
বিংশ শতকে বিপুল পুলকে
জয়গান গাই "টেরেসা মা'র।

Leave a comment