চন্দনা সেনগুপ্ত
দূর করো এই মহামারী, প্রেমের ঠাকুর মম, মায়ের মধ্যে জাগাও শক্তি, দুর্গা মায়ের সম। মহিষাসুর দমন কালে, দশ হাতে তাঁর অস্ত্র দোলে, করোনা'কে, ধ্বংস করতে, অন্য রকম লীলা চলে। শ্রীশ্রী মায়ের ভীষণ তেজে ভাইরাসটাও যাবে গলে, তাঁরাই মোদের শিব ও দুর্গা, কৃষ্ণ রাধা, কালী রামকৃষ্ণ শরন্যে, বাজাও আজি তালি। ভবতারিণী রূপিনী তোমরা মাতা পিতা, বিশ্ববাসীর প্রান রক্ষায় মাথায় ধরো ছাতা।