চন্দনা সেনগুপ্ত
"ভাবগ্রাহী জনার্দনকে" 'শুদ্ধ' মনটি করব দান, এই হৃদয়ে পাতব আসন, তাঁর নামেতেই - মুক্তি স্নান। ক্ষুদ্র অতি, তুচ্ছ মতি - নই আমরা সুমহান, তোমার স্নেহ দিয়ে, - করবে তুমি - পরিত্রান। যখন তোমার সঙ্গ পাব, ধনী নির্ধন সবই সমান, রাখব না আর জীবাত্মাকে - অপবিত্র অজ্ঞান। মনের ভাবটি শুদ্ধ রাখবে - তোমার ভক্ত সন্তান, 'সাধু' মধ্যে বসবে যে জন, করবে তুমি তাঁর কল্যাণ।। "শ্রী রামকৃষ্ণ" করি না প্রশ্ন, - তোমার প্রতি ধায় যে মন, - জাত দেখো না, পাত দেখো না, সবাই কে দাও দরশন। আস্তাকুড়ে আছি পড়ে - বিষয় আশয় বক্ষ জুড়ে, অহংকারের গর্ত খুঁড়ে, সেঁধিয়ে থাকি সারাক্ষন। এবার তুমি "স্বয়ংসিদ্ধা" - এস গো "মা" আজ প্রসিদ্ধা, বাড়াও বৈধী ভক্তি শ্রদ্ধা প্রকাশ করো, সত্য ধন। মোহ বদল 'শত্রু' সেজে - বজ্র ধ্বনি উঠল বেজে, - 'বিবেকানন্দ' ভীষণ তেজে তাড়িয়ে করো, শান্ত ভুবন।