চন্দনা সেনগুপ্ত

"মায়ের" পথে চলে যে জন,
সে জন আমার প্রাণের বন্ধু,
"ঠাকুর" তোমার "লীলা প্রসঙ্গে" -
মুগ্ধ হৃদয়, উদার - সিন্ধু।
"বিবেকানন্দ" জ্ঞানানন্দ - করল,
ধন্য জীবন - ইন্দু, -
তাঁহার আদেশ চলবে মেনে, -
মানব প্রেমিক, তিনি সুখেন্দু।
শ্রেষ্ঠ ধর্ম গ্রন্থ জানি "কথামৃত" অমলেন্দু -
তারই মাঝে পেলাম, খুঁজে -
মিত্র, পবিত্র - শিশির বিন্দু।
"ঠাকুর" তোমার "লীলা প্রসঙ্গে"
ধন্য হল, আত্মা - সিন্দু।
তুমিই যীশু, তুমি আল্লা, নানক, কবীর
তুমিই দেবতা পরম হিন্দু।।

Leave a comment