চন্দনা সেনগুপ্ত
(ক) যেথায় যেমন সেথায় তেমন যে দেশের যা আচার - অনুকরণ করে চলি, সবার ব্যবহার। অন্যরকম খাওয়া দাওয়া পোশাক পরিধান, ভাষা ও চাল শিখতে হবে অন্যসুরে গান। (খ) যখন যেমন তখন তেমন, - না হয় যেন ভুল। সব বয়সে, রসে, বশে তুলব জ্ঞানের ফুল। যে কালেতে যেমন ফসল, তার তরে চাই পরিশ্রম কালের তালে, চলবে জীবন, করবে কঠিন সংযম। (গ) যার - সঙ্গে যেমনটি ভাব তার সঙ্গে তেমনটি লাভ বুঝতে পারলে মঙ্গল, সাধুর সঙ্গে তীর্থ যাত্রা পশুর সঙ্গে জঙ্গল। (ঙ) ভালো মানুষ সুবাস ছড়ায়, 'দয়া' 'ক্ষমা'য় ভরা। 'ডাকাত' - 'মাতাল' তেমনটি নয়, পালাও দূরে ত্বরা। "শ্রীশ্রী মায়ের" তিন উপদেশ গেঁথে, নিলাম মালায়। আনন্দেতে কাটল যে কাল, সকাল সন্ধ্যে বেলায়। কোথাও গিয়ে অসুবিধায় পড়তে হয়নি কভু। বরফের দেশ মরুপ্রদেশ ছুটে ছুটে যাই, তবু। ধনী নির্ধন সুখী দুঃখী জন, সাদা বা কালোর সঙ্গে - আপন জন যে হয়ে থাকি - (সদা) নানান সুরে রঙ্গে। এই জীবনের যা - সাফল্য সবই - "তাঁদের" দান, "ঠাকুর" ও মার আশীর্বাদে - ভরল যে, মন প্রাণ।।