চন্দনা সেনগুপ্ত

"মন" তোর - হল দীক্ষা নিয়ে -
"জপ" করে যাই আঙ্গুল গুনে,
"অং" "বং" "চং" করিস নে আর -
কাজ নেই মোর - 'গীতা' 'কোরানে'!
মন্দির আর গির্জা ঘরে, মসজিদে ও গুরুদ্বারে।
রইলি পড়ে রাত্রি দিনে, হৃদয় মাঝেই আছেন তিনি,
"ভক্তিবীজ" যে সে যায় বুনে।
আমি 'মুকুল' - মালঞ্চিকা,
জবাফুলে চিত্ত ঢাকা,
গঙ্গা মাটির - তিলক আঁকা,
কাটাব কাল - বাঁশীর ধুনে।।

Leave a comment