চন্দনা সেনগুপ্ত

"বিবেকানন্দ" করিল মুগ্ধ - রাজা - প্রজা এই দুনিয়ার
"সপ্তর্ষির" শ্রেষ্ঠ ঋষি, যে খাপ খোলা এক তলোয়ার।
যেমন তেমন অস্ত্র সে নয়, ভীষণ তাহার কথার ধার।
অবশ, অচল - জীবন সচল পিছনের পানে দেখে না তো আর।।
ঝাঁপাইয়া পড়ে, পরের বিপদে - ঝঞ্জা হইতে করে উদ্ধার,
"বিবেকের বাণী" সার কথা মানি, পার হব এই ভব সংসার।।
তাঁর আহ্বানে - ভক্তের কানে বাজে অদ্ভুত এক ঝংকার,
"উত্তিষ্ঠিত - জাগ্রত" হতে মোদের বলেন, তিনি বার বার।
অসাধারণ প্রতিভার প্রভা, দেখিল যখন জগতের সভা,
বিচ্ছুরিত শত জগতের আভা, করিলেন তিনি চমৎকার।
'বিবেকানন্দ' নামে আনন্দ পবিত্র যে দেহের আধার
শিব জ্ঞানে জীবে সেবা যেবা করে, - সেই তো আসল বন্ধু তার।।

Leave a comment