চন্দনা সেনগুপ্ত

ঠাকুর তোমার "নরেন" কে নিয়ে রচনা করব কাব্য।
এমন সাহস নেই যে আমার, প্রয়াস নৈব চৈব।
আগুন সঙ্গে নয় ছেলে খেলা, - উত্তাপ-আলো দেয় সারাবেলা
এ জগতে তার জন্ম হওয়াটা নেহাতই কোনো দৈব।
'তোমার' নিকট বসি শান্তিতে, - আবদার চলে 'মার' নিকটেতে, -
'বিবেকানন্দ' সামনে এলেই ভাবি কি কথা যে কইব?
'খাপ খোলা এক তলোয়ার' সে যে, মহা জ্যোতিষ্ক শৈব,
অবশ এ মনে করিয়া কেমনে তীব্র সে তেজ সইব?

Leave a comment