চন্দনা সেনগুপ্ত
প্রতি দিন শব্দ মালায়, মন তোমায় সাজায়। প্রতি ক্ষন, প্রতি পলে, স্মরন মনন শান্তি জলে, হৃদয় আমার ধোওয়ায়। প্রতি বার যখনই মন্ত্র বলি শব্দ পাপড়ি চরনে তব ফেলি, অন্তরেকে স্নিগ্ধ পরশ বুলায়! প্রতি সন্ধ্যায় প্রদীপ যখন জ্বালি, আরতি করি গো সাজিয়ে শঙ্খ, থালি, তখন ঘোচে যে মনের সকল কালি, শ্রান্তি ক্লান্তি ভোলায়। প্রতি রাত্রি হলে স্তব্ধ, গুঞ্জন তোলে জপের শব্দ, মিথ্যা চিন্তা করিয়া জব্দ, মোহ বন্ধন খোলায়।