চন্দনা সেনগুপ্ত
"স্মৃতি ভ্রষ্টা - বৃদ্ধা" যখন "খণ্ডন ভব" - করেন স্মরণ - তখন হটাৎ তাঁহার স্পর্শে - পেয়ে যায় আমি - "গুরু দর্শন"। তুষ্ট শিশুর হাসির মধ্যে, - অসহায়ের সান্নিধ্যে - মোচন হয় যে সব বন্ধন - "অবলা পশুর" ক্রন্দন দেয় ঈশ্বর তব স্পন্দন। 'মূক বধিরের' নীরব কাহিনী "ঠাকুর" শোনায় দয়ার বাণী অন্ধ মেয়ের হাত দুটি ধরে "মা"র উত্তাপ কে দিল আনি! পথের দু পাশে - বৃদ্ধ - বৃদ্ধা - আমার নিজের মাতা - পিতা তাঁহাদের প্রতি, প্রেম জাগে অতি - এটাই বিবেকের - উত্তরণ।।