চন্দনা সেনগুপ্ত

"ঠাকুরের" ভাব ছোঁওয়া কি লেগেছে !
"নরেনের" ডাকে বিবেক জেগেছে,
"বৈরাগ্য" - যে কামান দেগেছে, - মায়া মোহ, পায়ে দলা।
"মায়ের" পরশ জাগায় হরষ, - তোমরা করিছ, লীলা।
তোমাদের কথা স্মরণে মননে; জল হয়নি তো ঘোলা।
দয়া, ক্ষমা দিয়ে - "দাঁড়" বেয়ে যায়,
"তরী" এগুনোর হাওয়া - লেগেছে যে পালে, "মোহনার" পথ খোলা।
আজ কারো প্রতি নেই অভিমান, নেই রাগ অবহেলা,
কে যে গেল চলে ! কত ব্যাথা দিলে, এ সব বেদনা ভোলা।
বন্ধ থাকিনা কোন ঘেরা টোপে, বিপদকে ভয় পাই না আদপে,
শুধু ভালোবাসা, মন খুলে হাসা, টান-টুন ছিঁড়ে ফেলা।।

Leave a comment