চন্দনা সেনগুপ্ত

"ঈশ্বরীয়" কথা বিনা,
আর কিছু ভাই
শুনব - না - না, -
তোমরা আমায় আর বেঁধো না,
ছিঁড়বো সব বিষয় ভাবনা।
সবার সাথে দিনে রাতে
ছিলাম, মিথ্যে সুখে মেতে, -
এবার আমায় দাও গো যেতে,
হাত ধরতে "অনাথ নাথে"।
মোহের বাঁধন, মন্ত্র সাধন, -
ছিন্ন করে বাড়াও লগন -
ভক্তি করো আমায় মগন।
স্নিগ্ধ হবে, তৃপ্ত হবে, -
শান্তি বারি ঝরবে তবে, -
সুবাস তাহার ছাড়িয়ে যাবে, -
তোমার কৃপায় স্তব্ধ হবে।
যাব ধেয়ে তোমার পানে,
রবে না মন কম কাঞ্চনে,
চলব শুধুই প্রেমের টানে, -
ভরবে জীবন 'প্রভুর' দনে।

Leave a comment