চন্দনা সেনগুপ্ত

রঙিন ও শ্বেত - "শব্দ পুষ্পে" -
গাঁথি আমি পূজার মালা,
সুগন্ধিত - শব্দ পুষ্পে করি
ভক্তি প্রেমের খেলা।
কঠিন শক্ত "শব্দের ইঁটে"
গাঁথি মন্দির প্রাসাদ ঘর।
"শব্দ - সোপানে" চড়ে পৌঁছে - গেলাম,
পেলাম "অহেতুকী কৃপা বর"।
"শব্দ - বৃষ্টি" ঝরে ঝর ঝর, -
'মন' জমি করে উর্বরা যে।
শব্দের বীজ বপন হল যে আমার
কোমল হৃদয় মাঝে।
"শব্দ-তরু"টি অঙ্কুরিত,
জীবন - কিনারায়;
শব্দ - পত্র, শব্দ - মুকুল,
শব্দের ফুল - তাই, -
ধীরে ধীরে উঠল ফুটে, -
বৃক্ষ কবিতায়।
ভক্তিমুকুল ফোটাবে ফুল,
নতুন ভাবনায় আমার নতুন কবিতায়।।

Leave a comment