চন্দনা সেনগুপ্ত

ঠাকুর -
তোমার নাম নিয়ে মুখে -
মায়ের ছবির তকমা এঁকে বুকে -
স্বামীজীর দিকে একটু ঝুঁকে -
আবার এক নতুন পথের দিকে -
আমার যাত্রা হল যে শুরু।
জীবনের প্রত্যেক মোড়ে যখন রাস্তা হারিয়ে -
ভাবছিলাম এবার কোন ধারে
পা বাড়াই -
ঠিক তখনই ট্রাফিক পুলিশের মতন -
মাঝখানে দাঁড়িয়ে -
মার্গ দর্শন করিয়ে দিয়েছো তুমি,
আজও তাই করবে জানি।
তোমাকে জড়িয়ে ধরবে -
আমার জীবন তরু।
কারণ আমি তো বাঁদর ছানার মতন
তোমাকে আঁকড়ে থাকি না,
ভয় নেই তাই অপটু হাত ছেড়ে
পড়ে যদি যাই -
বরং এই ভক্তকে শক্ত করে ধরে রেখেছো তুমি।
যেমন মা বেড়াল তার ছানাটিকে
মুখে নিয়ে যে ভাবে চলে, ঠিক তেমনি, -
যেখানে, যেভাবে, যার কাছে রাখলে
রক্ষা পেতে পারি
সেই দিকে সর্বদা নজর রেখেছো তোমার
তাই তোমার ওপরেই সব ছেড়েছি আমি,
তুমিই ত্রাতা, পিতা অবতার
মোর আরাধ্য গুরু।।

Leave a comment