চন্দনা সেনগুপ্ত

'ব্রহ্মা', 'বিষ্ণু', 'মহেশ্বর', -
সৃষ্টি, স্থিতি, বিনাশ পর,
তাঁহাদের লীলা, অপরূপ খেলা,
সাধ্য কি বুঝে জগতের নর?
তাইতো তাঁদের "অবতার" রূপ
ধরা ধামে এল, জাতিশ্বর।
তাঁহাদের সব আলাদা থাক,
এজগতে আছে আলাদা ঘর।
'শ্রী রামকৃষ্ণ' দেখালেন পথ,
সৃষ্টি হল, যে এক নব রথ
'বিবেকানন্দ' তার অধিরথ-
রশি রইল 'মা'র হাত পর।
তাঁহাদের লীলা অপরূপ খেলা
সাধ্য কি বোঝেন সাধারণ নর !
"ত্রি" দেব পায়ে সোঁপিনু জীবন, -
ঝরিছে ভক্তি নির্ঝর।।

Leave a comment