চন্দনা সেনগুপ্ত

যখন তোমায় স্মরণ করি,
প্রানে কে যেন লেপে দেয়,
চন্দনের প্রলেপ।
হাল্কা সুগন্ধ শীতল পরশ
শুদ্ধতার আচ্ছাদন, মনকে শান্ত করে নেয়,
হৃদয়ের সব আবর্জনা করে, দূরে নিক্ষেপ।
সব কাজ ভুলে, ধন সম্পদ ফেলে,  তাঁর মন্থন,
ঠাকুর তোমার বানী জাগায় আনন্দ,
থাকে না কোনো আক্ষেপ।
তোমার সঙ্গে যতক্ষন রই,
দেহে ও অন্তরে মনে হয়, যেন পাই,
গঙ্গা মাটির পুন্য লেপ।
মায়ের লীলা, অনুধ্যান ও মনন, লোভ,
ভয়, সরিয়ে আকাঙ্খাকে করে সংক্ষেপ।
তোমাদের সঙ্গে যাত্রা রোগ ভোগের কষ্ট
ভুলিয়ে লাগিয়ে দেয় শান্তির প্রলেপ।

Leave a comment