চন্দনা সেনগুপ্ত
পাহাড়ের - খাঁজে, পাথরের মাঝে, ঘন বনানীর শ্যামলিমা - একাকী বেড়াই, - কত দূরে ধাই, - 'কবিতা' দেবীর - "শব্দের" খোঁজে। হাতড়াই যবে বালুকার পরে - নোনা জল সেথা চিক চিক করে, মাছরাঙা বসে, মোরে দেখে হাসে, পাড়ে ঢেউ এসে, কী সে তাল বাজে। আকাশে বাদল, হয় চঞ্চল, পাখীদের দল করে - কোলাহল, সূর্য কিরণে, এ ধরণী যে সাজে "জপের" মন্ত্রে, তন্ত্রে তন্ত্রে - হৃদয় যন্ত্রে শব্দ আওয়াজে প্রাণ স্পন্দন, ছেঁড়ে বন্ধন কবিতা লিখতে - মরি যে লাজে শব্দেরা মোর হন্যে হয়ে যে - বেরিয়ে পড়েছে, শব্দেরা আজ বেরিয়ে পড়েছে , ঠাকুর তোমার কাজে।