চন্দনা সেনগুপ্ত
তাঁর প্রতি আগ্রহ অনুরাগ - "নিষ্ঠা - ভক্তি" কে - বাড়িয়ে না তুললে - ঈশ্বর কে কেমন করে পাব, কঠিন তপস্যা, - ঘরের মধ্যে - সংসারে - গৃহ দুর্গে - বাস করেও ঠাকুরের প্রতি - ব্যাকুল আবেগ ও ভালোবাসা, - না থাকলে, বলো কেমন করে আমি "বিকর্ষণের" গান গাব? "ঠাকুর" মোর "চুম্বক"। লৌহ হৃদয়ে ধুলো কাদা - মেখে রাখলে কেমন করে - তাঁর আকর্ষণ অনুভব করতে পারব? সারাটি দিন - কাজের নামে পারের কড়ি গুনে - সময়াভাবের দোহাই দিয়ে পাগলামিতে মাতলে, কি করে "ঠাকুর" তোমায় ফিরে পাব !