চন্দনা সেনগুপ্ত

চন্দনের বনের বাতাস - বইছে, আজি মন্দ মন্দ -
"মায়ের" মতে সংসারেতে - চললে জীবন, পায় সে গন্ধ।
বইছে প্রাণে, ক্ষণে ক্ষণে, - হওয়ার তালে নতুন ছন্দ।
ধন্য করল, পরশ তাঁহার, - ঘুচল, যে তাই, সকল দ্বন্দ্ব।
সোনা রূপোর খনির আগে আছে আনন্দ,
রাখবো না আর এ মন - বেঁধে গৃহের মধ্যে বন্ধ।
রাখব না আর জীবন শুষ্ক - "গুরু" আমার মহা-জ্যোতিষ্ক
নক্ষত্র যে সেই কনিষ্ক, - মিটলো, সবই সন্দ - আজ
পেলাম, মধুর - গন্ধ। ওরে চন্দনেরই গন্ধ।
ঠাকুর আমার সঙ্গে আছে, জীবনে তাই আনন্দ।।

Leave a comment