চন্দনা সেনগুপ্ত
"ঠাকুর" বলেন, গৃহের দুর্গে - রক্ষিত থেকে যুদ্ধ করো। 'মা' বলেছেন - সকল কর্মে ঠাকুরের নাম মনে ধরো। 'মোহ' মায়া আর কাম, কাঞ্চন ভঙ্গে, ক্রোধ, ভয়, লোভ, ঈর্ষা শত্রুরা সব প্রস্তুত আছে, - লড়াই চলুক তাদের সঙ্গে। ভক্তির রসে ডুবে তুমি শেষে 'মা' কে ডাকো গো - তব প্রাণ ভরে - তিনিই তোমায় - উদ্ধার করে - উঠাবেন জেনো, অনেক ওপরে। 'ঈষ্ট' সাকার - হোক নিরাকার কালী বা কৃষ্ণ শিব কি ব্রহ্ম - মন প্রাণ তারে ঢেলে দিতে হবে। (ওরে) ছাড়িয়া সকল মিথ্যা দম্ভ।